মাদক পাচারকারীরা রেলপথ ব্যবহার করছে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, মাদক পাচারকারীরা এখন নতুন করে রেলসহ বিভিন্ন রুট ব্যবহার করছে। এসব রুটে পুলিশের অভিযান পরিচালিত করতে হবে।

বুধবার (৮ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদক পাচার প্রতিরোধ দিবসের প্রস্তুতি সভায় তিনি এ কথা কলেন।

তিনি আরো বলেন, ‘চাঁদপুর জেলাকে আমার মাদক মুক্ত জেলা হিসেবে ঘোষনা করতে চাই। এজন্য আমারা মাদকের ব্যপারে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছি। এ জেলাকে মাদকমুক্ত করতে যা যা করণীয় আমরা তা করতে প্রস্তুত রয়েছি।’

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হক, পুলিশ সুপার শামসুন্নাহার, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। এসময় জেলা প্রশাসনের অন্যান্য নিবার্হী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম

: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ৮ জুন ২০১৬, বুধবার
ডিএইচ

Share