চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘জঙ্গিবাদ মোকাবেলায় প্রত্যেক মানুষকে পুলিশের ভূমিকায় কাজ করতে হবে। মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহে কোন আপষ নয়। পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে এই তিনটি বিষয়ের গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
সোমবার (১৭ অক্টোবর) হাজীগঞ্জ পশ্চিম বাজার কমিউনিটি পুলিশিং এর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালিপূর্বক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রত্যেক মানুষ যদি মনে করে আমার নিরাপত্তা আমাকে দিতে হবে এবং পরিবার, সমাজ ও দেশের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। সেই নিরাপত্তা ও দায়িত্ব যথাযথ পালন করলে পারিবারিক ও আর্থ-সামাজিক উন্নয়ন হবে।’
জঙ্গিবাদ ইস্যুতে তিনি বলেন, ‘জঙ্গিবাদ দেশের উন্নয়নকে পিছিয়ে দেয়। দেশের আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ সফলতা অর্জন করছে। যা আজ বিশে^র কাছে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি তাহলে বাংলাদেশ একটি রোল মডেলে রূপান্তিত হবে।’
হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ শাহআলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম মজুমদার, এএসপি (হাজীগঞ্জ) সার্কেল মোঃ মন্জিল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ডার মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহাব উদ্দিন, সাধারন সম্পাদক খাইরুল আলম, হাজীগঞ্জ পৌর পুলিশিং কমিটির সভাপতি আহসান হাবিব অরুন, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে সফিকুর রহমান মীর, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির।
উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলী আশ্রাফ দুলালের উপস্থাপনায় সভায় ইউনিয়ন পুলিশিং কমিটির পক্ষে আরো বক্তব্য রাখেন, বড়কুল পশ্চিম ইউনিয়নের পক্ষে উপজেলা সদস্য ইয়াছির আরাফাত, রাজারগাঁও ইউনিয়ন সভাপতি আলী আশ্রাফ, বাকিলা ইউনিয়ন যুগ্ম সম্পাদক আঃ খালেক, কালোচোঁ উত্তর ইউনিয়ন সভাপতি আঃ মান্নান, কালোচোঁ দক্ষিণ সভাপতি সিরাজুল হক মজুমদার, সদর সভাপতি খোরশেদ আলম সর্দার, বড়কুল পূর্ব সভাপতি আবু তাহের, হাটিলা পূর্ব সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, গর্ন্ধব্যপুর উত্তর যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ হিরা, গর্ন্ধব্যপুর দক্ষিণ সভাপতি হাবিবুর রহমান মাষ্টার, হাটিলা পশ্চিম সম্পাদক কামরুল হাসান সোহেল।
: আপডেট, বাংলাদেশ সময় ০৯:২০ পিএম, ১৭ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur