মতলব উত্তরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরের মতলব উত্তর থানায় ৭০ পিস ইয়াবাসহ আবুল বাশার চঞ্চল গাজী (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন মতলব উত্তর থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী আবুল বাশার (চঞ্চল গাজী) উপজেলার এখলাছপুরের রফিজুল গাজীর ছেলে।

১৮ আগস্ট বুধবার রাতে এখলাছপুর থেকে গোপান সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদ সাহেবের তদারকীতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় এএসআই(নিরস্ত্র) সুমন মিয়া, এএসআই(নিরস্ত্র) মোঃ ইব্রাহিমসহ ফোর্সদের সহযোগীতায় অভিযান পরিচালনা করে আটক আসামীর বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানা পুলিশ।

আটক আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

তাছাড়াও থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের আরো ৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

Share