কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকা থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিল এবং ২০ কেজি গাঁজাসহ চাঁদপুরের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১ ।মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
১৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে সদর দক্ষিণ থানাধীন রেলক্রসিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৩৯৫ বোতল ফেন্সিডিল এবং ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ চাঁদপুর জেলার সদর থানারখলিশাদুলী গ্রামের মোঃ মোস্তফা সিকদার এর ছেলে মোঃ মাসুদুর রহমান(৪২)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস রিলিজ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur