চাঁদপুরের হাজীগঞ্জে ১ কেজি ৬০০ গ্রাম গাজাসহ মাদক কারবারি শাহজাহানকে আটক করা হয়েছে।২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মুজিবুর রহমানের নেতৃত্বে মাদক ব্যবসায়ী শাহজাহানকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের দক্ষিণ রান্ধুনীমুড়া জিয়ানগর সর্দার বাড়ীর সামনে থেকে সোর্সের মাধ্যমে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী শাহজাহান হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড মজুমদার বাড়ির মৃত আনু মিয়া বড় ছেলে। তার কাছ থেকে ১কেজি ৬গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে শাহজাহানকে ধরতে প্রায় একমাস যাবত চেষ্টা চালানো হয়েছে। ডিবির হাতে আটককৃত শাহজাহান বলেন বিদেশ থেকে এসে প্রায় ৫ টাকা ঋণের বোঝা মাথায় ছিল তার। তাই বাধ্য হয়ে গত দুই মাস যাবত মাদক ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। তার বিরুদ্ধে মাদক বিক্রির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবি কর্মকর্তা মুজিবুর রহমান।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৩ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur