কচুয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপু‌রের কচুয়া ৪ কেজি গাঁজাসহ (৪৩) না‌মে এক মাদক কারবারিকে আটক ক‌রে‌ছে পুলিশ।

১৩ মার্চ রোববার সকাল সা‌ড়ে ১০টা দিকে কচুয়া থানার এসআই মোঃ রাজ্জাক আহাম্মদ চাঁদপুর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা ক‌রে ব‌রিশাল জেলার কোতয়ালী থানার চাদমারী এলাকার গফুর হাওলাদারের ছে‌লে কাউছার হাওলাদার (৪৩) কে ৪ কেজি গাঁজাসহ আটক ক‌রে।

আসামীর বিরুদ্ধে মাদক মামলা দ‌য়েরপূর্বক পু‌লিশ আসামীকে আদালতে প্রেরণ করে।

কচুয়া প্রতিনিধি, ১৩ মার্চ ২০২২

Share