চাঁদপুরের কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ নাসিম উদ্দিন বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২ ফেব্রুয়ারি বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগতপুর বাজারে বোগদাদ বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নতুন বার রশিয়া গ্রামের মৃত. ফিরোজ আলী ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসয়ীর বিরুদ্ধে কচুয়া থানা মামলা দায়েরের পর চাঁদপুর বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur