Home / কৃষি ও গবাদি / ‘মাদক একটি রাষ্ট্রকে ধ্বংস করার ক্ষমতা রাখে’
মাদক একটি রাষ্ট্রকে ধ্বংস করার ক্ষমতা রাখে

‘মাদক একটি রাষ্ট্রকে ধ্বংস করার ক্ষমতা রাখে’

চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজে মাদক বিরোধী আলোচনাসভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে আলোচনাসভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।

কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার আহমেদের সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর তাজুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, সহকারী অধ্যাপক মাসুদা নূর খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উদয়ন দেওয়ান বলেন, মাদক একটি রাষ্ট্রকে ধ্বংস করার ক্ষমতা রাখে। তাই মাদকের সকলে মিলে বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের প্রতিবেশী দেশের সীমান্তবর্তী এলাকা ত্রিপুরা রাজ্যে প্রায় ১০/১৫টি ফেন্সিডিলের কারখানা রয়েছে। এসব বন্ধে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। আসুন আমরা সকলে মিলে চাঁদপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলি।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

|| আপডেট: ০৫:৩২ পিএম, ১২ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর