Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন ফরিদগঞ্জের আমজাদ আলী
মাদক

মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন ফরিদগঞ্জের আমজাদ আলী

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ আলী চৌধুরী।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২০২৪ এর ডিসেম্বর মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলায় গ্রেফতারে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন লাভ করেছেন।

তারই স্বীকৃতি স্বরুপ শনিবার (১১ জানুয়ারি) পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আব্দুর রকিব (বিপিএম-বার) এর হাত থেকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ আলী চৌধুরী।

এসময় জেলা ও বিভিন্ন থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়ে এসআই আমজাদ আলী চৌধুরী জানান, পুলিশ সুপার আব্দুর রকিব (বিপিএম-বার) স্যারের দিকনির্দেশে এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম স্যারের সার্বিক সহযোগীতায় মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি।

তিনি আরো জানান, ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল ধরনের সামাজিক অপরাধ দূর করতে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে থাকবে।

প্রতিবেদক: শিমুল হাছান,১৩ জানুয়ারি ২০২৪