চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারে সেরা পুরস্কার পেয়েছেন ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম।
২৮ ডিসেম্বর সোমবার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মো.মাহাবুবুর রহমান পিপিএম(বার) এর হাত থেকে এই পুরুস্কার গ্রহন করেন ফরিদগঞ্জ থানার এসআই নূরুল ইসলাম।
এ বিষয়ে এসআই নূরুল ইসলাম জানান, মাদক উদ্ধারের এই ধারাবাহিকতা সর্বদাই অব্যাহত রাখতে চাই। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এবং মাদক উদ্ধারে যারা আমাকে সার্বিক সহযোগীতা করেছেন তাঁদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপণ সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, জেলার মাদক উদ্ধারে আমাদের থানার এসআই নূরুল ইসলাম শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ায় আমরা আনন্দিত।
প্রতিবেদক:শিমুল হাছান,২৮ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur