Tuesday, 07 July, 2015 03:54:26 PM
আশিক বিন রহিম:
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, চাঁদপুরে যতবেশি প্রতিষ্ঠান করা যায় এই জেলার জন্য তা ততবেশি মঙ্গল। তবে এই ক্ষেত্রে কোনো চাঁদা নিতে হবে না। কারণ চাঁদাবাজি ঠেকানোই আমাদের কাজ। যদি কেউ চাঁদাবাজি করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
মঙ্গলবার দুুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত চাঁদপুরের স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন ‘ঈদরে পর থেকে আমি সকল কাজ শুরু করবো। আমার ইচ্ছে করে বিগত দিনে চাঁদপুরের সকল জেলা প্রশাসকরা যতোগুলো কাজ করেছেন আমি একাই তাদের চেয়ে বেশি কাজ করি।’
তিনি বলেন মাকদের ব্যপারে আমার অবস্থান জিরো টলারেন্স। ঈদের পর থেকে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পারচালনা করা হবে। চাঁদপুরের উন্নয়নে সকল শ্রেনি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক।
সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রাহিম বাদশা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদত, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশে পাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেলসহ স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপডেট : বাংলাদেশ সময় : ০৫:০৭ অপরাহ্ন, ২২ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ০৭ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ ডিএইচ/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি