চাঁদপুর

মাদকের তথ্য সংগ্রহকালে চাঁদপুরে নারী সাংবাদিক লাঞ্ছিত

মাদকের তথ্য সংগ্রহ করায় সাংবাদিক নাছরিন আক্তার (২৬) মাদকাসক্তদের দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন।

১৩ মার্চ সকাল ৮ টায় চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকা এ ঘটনা ঘটে।

নাছরিন আক্তার একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও ‘স্বাধীন সংবাদ’ পত্রিকার সাংবাদিক। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় নাছরিন আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১২ মার্চ গভীর রাতে বাগাদীর কলন্দর গাজী বাড়ি ওয়াপদা রাস্তার পাশের একটি ঘরের মাঝে কাজল গাজী (৩৫), নুরু গাজী (৫০), শরীফ গাজী (২৩), রুহুল আমিন গাজী (৫৭) মাদক সরবরাহ করতে ছিল। এ সময় সাংবাদিক নাছরিন আক্তার ঘটনা টের পেয়ে ঘটনাটি ভিডিও করতে গেলে বিবাদীগণ বুঝতে পারে। এ ঘটনার জের ধরে উল্লেখিত ব্যক্তিরা পরদিন ১৩ মার্চ সকালে নাছরিন আক্তার কলেজে যাওয়ার সময় গাছতলা ব্রীজের পাশে আসলে বিবাদীরা তার উপর এলোপাথাড়ি কিল-ঘুষি লাথি মেরে তাকে আহত করে এবং হত্যার হুমকি দেয়। পরে তারা নাছরিন আক্তারের সাথে থাকা সনি ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার সাব ইন্সপেক্টর অরূপ চক্রবর্তী বলেন, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। বেশ কয়েকদিন তারা এলাকা ছাড়া থাকলেও ক’দিন পূর্বে তারা এলাকায় জড়ো হয়েছে।

||আপডেট: ০৬:০৩ অপরাহ্ন, ১৩ মার্চ ২০১৬, রোববার

এমআরআর/বিএস

Share