কুমিল্লা প্রতিনিধি | আপডেট: ০৮:৫৩ অপরাহ্ণ, ২৬ আগস্ট ২০১৫, বুধবার
জেলার বরুড়ায় নামাজ পড়তে বলায় বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পুলিশ বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত হলেন আবদুর রব (৬৫)। অভিযুক্ত ছেলে জুয়েল (১৫)।
স্থানীয়রা জানান, উপজেলার জয়াগ গ্রামের মাদকাসক্ত ছেলে জুয়েলকে (১৫) মঙ্গলবার রাতে মসজিদে গিয়ে এশার নামাজ পড়তে বলেন বাবা আবদুর রব। এ নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে জুয়েল। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সে বাবার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
স্বজনরা উদ্ধার করে বরুড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে মো. জয়নাল আবেদীন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur