মাদকসহ মতলবের দুই কারবারি গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করেন যৌথ বাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্বদানকারী চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপ সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ উপজেলার উত্তর বহরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাদল প্রধান (৩৮) ও মো. রাতুল মিজি (২০) নামক দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পাশাপাশি মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) জীবনের নেতৃত্বে একটি পুলিশ দল যৌথ অভিযানে অংশ নেয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার দুই আসামীকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

Share