চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ গোপালগঞ্জের মাদক বিক্রেতা অমল কৃষ্ণ সরকার (৫৫) গ্রেফতার হয়েছে।
২৮ জানুয়ারি শনিবার সকালে তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।
অমল কৃষ্ণ গোপালগঞ্জে জেলার মুকসুদপুর থানার রাঘদী গ্রামের সরকার বাড়ীর মৃত সহাদেব সরকারের ছেলে।
এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অমলকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে রেডিং টীম অভিযান করে অমল কৃষ্ণকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরো বলেন, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাগুলো নিজ এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন অমল কৃষ্ণ। মাদকব্যবসায়ীরা চাঁদপুর জেলাকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। মাদকবিরোধী অভিযান চালমান থাকবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৮ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur