হাজীগঞ্জ

হাজীগঞ্জে মাদকসহ আটক ৩

চাঁদপর হাজীগঞ্জ উপজেলা বিভিন্ন স্থান থেকে ৬৩ পিছ ইয়াবা ও গাঁজাসহ শুক্র-শনিবার (১৮ ফেব্রুয়ারি) দু’দিনের অভিযানে ৩ জনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার পৌর এলাকার মকিমাবাদ গ্রামের দাই বাড়ির রফিকুল ইসলামের ছেলে রাসেদুল ইসলাম প্রকাশ রাসেল (৩০), রান্ধুনীমূড়া গ্রামের কাজিম উদ্দিন বেপারি বাড়ির মনু মিয়ার ছেলে ফারুক হোসেন(২৫), বলাখাল গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে কামাল হোসেন(৩৫)।

থানা সূত্রে জানাযায়, রাসেদুল ইসলাম প্রকাশ রাসেলকে বাজারের পোষ্ট অফিসের ডাক বাংলোর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে থানার এস আই শাহীদ হোসাইন।

রাসেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়রের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে ফারুক হোসেনকে ইয়াবাসহ আটক করেন এস আই জসিম উদ্দিন।

একই দিন সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কামাল হোসেনকে ৫ পুরা গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত এ দু’মাদক বহনকারীকে রবিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করবে বলে জানিয়েছেন থানার দায়িত্বরত কর্মকর্তা।

এ প্রসঙ্গে থানার নবাগত অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, পূর্বের অফিসার ইনর্জাকে স্বরণ করে থানায় মাদকের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। এতে কোন তদবির বা সুপারিশ মেনে নেব না।

প্রতিবেদক-জহিরুল ইসলাম জয়
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ০৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
এইউ

Share