Home / শীর্ষ সংবাদ / আগামি দিনে হাইমচর হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত : শেখ ফরিদ আহমেদ মানিক
মাদকমুক্ত

আগামি দিনে হাইমচর হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত : শেখ ফরিদ আহমেদ মানিক

বন্যা দুর্গত এলাকা হাইমচর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে নেতাকর্মীদের উদ্দেশ্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন ,‘আপনারা অসহায় প্রতিটি মানুষের ঘরে সাহায্য নিয়ে যাবেন। কার কি প্রয়োজন সেটি থানা বিএনপির মাধ্যমে আমাদের জানাবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।’

২৩ আগস্ট শুক্রবার সকালে বন্যা দুর্গত এলাকা হাইমচর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে শেষে আলগী বাজারে সংক্ষিপ্ত পথ সভায় এসকল কথা বললেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আজকে আমরা হাইমচর উপজেলায় বন্যার্তদের এবং পানি বদ্ধ থাকা মানুষের খোঁজ খবর নিতে এসেছি। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন,‘আগামি দিনে হাইমচর হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। যারা গত ১৭ বছর হাইমচরের সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। তারা যেনো এলাকায় এসে কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে। তাদেরকে যেখানেই পাবেন প্রশাসনের হাতে তুলে দিবেন। যদি তাদের পক্ষে আমাদের দলীয় কেউ ওকালতি করে তাকে সহ আইনের হাতে দিবেন। যদি আমাদের দলের কোন নেতাকর্মী মানুষের জায়গা দখল, চাঁদা অথবা অন্য কোনো অসামাজিক কার্যকলাপে জড়িত থাকে তাহলে তাদের কেও কঠিন পরিনতি ভোগ করতে হবে। সকলেই সাবধান হয়ে যান এবং এসকল কার্যক্রম থেকে বিরত থাকুন। আগামি দিনে হাইমচর হবে সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত। যারা গত ১৭ বছর হাইমচরের সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে যারা তাদেরকে যেখানেই পাবেন প্রশাসনের হাতে তুলে দিবেন। যদি তাদের পক্ষে আমাদের দলীয় কেউ ওকালতি করে তাকেসহ আইনের হাতে দিবেন।’

এসময় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অড.সলিমউল্যা সেলিম। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইব্রাহীম জুয়েল, হাইমচর উপজেলা বিএনপি সভাপতি আমিন উল্লাহ বেপারী,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন গাজী সহ জেলা উপজেলার বিএনপি,যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া
২৩ আগস্ট ২০২৪
এজি