চাঁদপুরের হাইমচরে আলগী উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ২৬ জুলাই (মঙ্গলবার) ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং,সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি মো. ফজলুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুর হোসেন পাটওয়ারী বলেন, ‘এলাকাকে সুরক্ষিত করার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কমিটির প্রয়োজন। তাদের তথ্যের ভিত্তিতে সমাজ থেকে অপরাধমূলক কর্মকান্ড রোধকরা সম্ভব ।’
আলগী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাচ্চু খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. জামাল হোসেন, হাইমচর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, আলগী উত্তর ইউপি চেয়ারম্যান মো, মনির আহমেদ দুলাল।
সমাবেশ শেষে উপস্থিত জনগণের মতামতের ভিত্তিতে হাইমচর উপজেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ হাফিজ আহমেদকে সভাপতি ও কাদির পাটওয়ারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/06/Bm-ismail.jpg” ] প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর [/author]: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২৫ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur