চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, বর্তমান কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন এবং প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।
ফুলেল শুভেচ্ছা জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। ভবিষ্যতেও গণমাধ্যমের সঙ্গে আমাদের সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। মাদকবিরোধী যেকোনো উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাব সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ সম্পাদক এম এ লতিফ বলেন, চাঁদপুর প্রেসক্লাব সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। মাদকসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করব। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।
নিজস্ব প্রতিবেদক/
৭ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur