বাঙ্গরা বাজারায় মাদকদ্রব্যসহ এক নারী ও এক যুবকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বাঙ্গরা থানাধীন হাট বলিবাড়ী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালালিয়ে সন্দেহ ভাজন দুই জনকে আটক করে পুলিশ।তাদের কাছ থেকে ২.৫ কেজি গাজা উদ্ধার করা হয়।
বাঙ্গরাবাজার থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ জানান, কসবা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে ঢাকায় যেতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাটবলিবাড়িতে অভিযান চালাই। আটককৃতদের গতিবিধি সন্দেহ জনক হলে তাদের ব্যাগ তল্লাশি করি।
গ্রেফতারকৃতরা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত একলাশপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওয়াহেদ উল্লার ছেলে মো. রুবেল মিয়া (২২), ও ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার পঞ্চানন্দপুর গ্রামের মৃত সামছুল হক এর স্ত্রী জরিনা বেগম (২৮)।
বাঙ্গরা বাজার থানার অফিসার্চ ইনচার্জ কামরুজ্জামান জানান ‘গাঁজাসহ আটক দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং০৫)। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur