মতলব দক্ষিণ

মতলবে মাদককে লাল কার্ড

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’র উদ্যোগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলা মিলনায়তনে মাদক বিরোধী আলোচনা সভায় মাদককে লাল কার্ড দেখানো হয়েছে।

সভায় মাদককে লাল কার্ড দেখিয়ে জীবনে কখনো মাদক সেবন না করার শপথ নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টিফিনের টাকার পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে ও মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মাহ্ফুজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, ওসি মো. কুতুব উদ্দিন, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান প্রমুখ।

মাদক বিরোধী আলোচনা সভা শেষে মতলব ডিগ্রি কলেজ ও মতলব আর্দশ স্কুলের শিক্ষার্থীরা মাদককে লাল কার্ড দেখান।

আর্দশ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ও বড় হয়ে মাদক সেবন না করার শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় সংগঠনটির চাঁদপুর জেলা শাখার সভাপতি অমিতা মজুমদার, সাধারণ সম্পাদক আ. সামাদ মৃধা, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট
।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ৫৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
এইউ

Share