‘মাদককে না বলি, পরিস্কার-পরিচ্ছন্ন বাবুরহট গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বাবুরহাট প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট-২০১৯২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বাবুরহাট কলেজ মাঠে জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান পিপিএম বার। উদ্বোধকের বক্তব্য রাখন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
বাবুরহাট স্কু্ল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় রাকিব উদ্দিন জুয়েল ঢালী।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা চাইবো মাদক থেকে আমাদের যুবসমাজ দূরে থাকবে। লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানরা খেলাদুলায় মেতে উঠবে, বিনোদনে মেতে থাকবে। তাই মাদকে সামাজিকভাবে না বলতে হবে।
উদ্বোধকের বক্তব্য রাখন, অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, আমাদের সমাজে সবচেয়ে বড় ব্যাধি হলো মাদক। এই ব্যাধি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সামাজিক ব্যাধি কোনো দল বা ধর্মের ল্যাবাসে মানুষকে আক্রান্ত করেন না। কিংবা দল বা ধর্ম দেখে আক্রান্ত করে না। তাই দল, মত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে রাষ্ট্র কাজ করছে। আমাদের প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। সমাজিক সংগঠনও মাদকের বিরুদ্ধে কাজ করছে। আমি মনেকরি মাদক থেকে আমাদর নতুন প্রজন্মকে দূরে রাখতে হলে তাদের খেলাধূলাসহ বিনোদন দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশ পরিদর্শক আব্দুর রহমান, সাবেক জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম নয়ন মিজি, সাধারন সম্পাদক মোজাম্মেল হক পাটওয়ারী, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির দুলাল মাল, সহ সভাপতি ছায়েদ গাজী। অায়োজক কমিটির সভাপতি চন্দন দে, মাসুদ মাল, মাইনু উদ্দিন চিশতি প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মেঘনা ভিক্টরিয়াস বনাম হিলশা পদ্মা একাদশ।
প্রতিবেদক : আশিক বিন রহিম।।