সারাদেশ

মাথায় টুপি দেখতেছি, কিন্তু হেলমেট পরেননি কেন?

বৃহস্পতিবার (২৪ মে) দুপুর পৌনে ১টা। রাজধানীর সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ের রাস্তা দিয়ে যাচ্ছিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ি। হঠাৎ গাড়ি থেকে নেমে পড়লেন মন্ত্রী।

হাঁক ছেড়ে ডাকলেন এক মোটরসাইকেল চালককে। বললেন, ‘এই হুজুর আপনাকে তো দেখে ঈমান আমলওয়ালা মনে হচ্ছে। মাথায় টুপিও দেখতেছি, কিন্তু আপনি মোটরসাইকেল চালাচ্ছেন…মাথায় হেলমেট পরেননি কেন?’

রাস্তায় হঠাৎ মন্ত্রীর প্রশ্নে যেন দিশেহারা বৃদ্ধ মোটরসাইকেল চালক। উত্তরে বলেন, ‘স্যার হেলমেট আছে তো!’

এমন উত্তরে হেসে ফেলেন মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘আপনি মরলে আমার কি হবে! ক্ষতি যা হবার তো আপনার পরিবারের। হেলমেট আছে কিন্তু মাথায় দিবেন না, এটা ঠিক নয়। মাথায় দিন। নিরাপদে চলাচল করুন।’

এরপর মোটরসাইকেল চালক হেলমেট পরে স্থান ত্যাগ করেন।

এভাবেই আজ মানিকমিয়া এভিনিউতে হেলমেটবিহীন চালকদের আটকে প্রশ্ন করেন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অভিযানকালে তিনি একাধিক কাভার্ডভ্যান, পিক্যাপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেল আরোহীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। (ntv)

বার্তা কক্ষ

Share