দীর্ঘ আট বছর পর বাংলার মাটিতে হচ্ছে তিন জাতি ক্রিকেট টুর্ণামেন্ট। এবারও বাংলাদেশ-শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এক বছরের বেশি সময় পর মিরপুর হোম অব ক্রিকেটে গড়াচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ।
এই ম্যাচে এরই মধ্যে নিজেদের ব্যাটিং শেষ করেছে জিম্বাবুয়ে। শেষ ওভার পর্যন্ত খেলতে পারেন নি তারা। ৪৯ ওভার পর্যন্ত ব্যাট করে ১৭০ রান করেছে জিম্বাবুয়ে।
ব্যাটিংঃ মাসাকাদজা =১৫ (আউট) , সলোমন মিরে= ০ (আউট), এর্ভিন= ০(আউট) , ব্রেন্ডন টেইলর= ২৪(আউট) , সিকান্দার রাজা=৫২(আউট) , ম্যালকম ওয়ালার= ১৩(আউট) , পিটার মুর= ২২ , গ্রায়েম ক্রেমার= ৯
জিম্বাবুয়েঃ হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ এর্ভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর , ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার , কাইল জার্ভিস, তেন্ডাই চিসোরো, তেন্ডই চাতারা, রায়ান মারে, ব্র্যান্ডন স্ট্রেস, ব্লেসিং মুজারবাণী, ক্রিস এমপোফু
বাংলাদেশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক, মুশফিকুর রহিম , সাবি্বর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান , মাশরাফি , মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ।
(এমটিনিউজ২৪)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮, সোমবার
এএস