ইসলাম

মাত্র ১৪০ দিনে হাতে লেখলেন পুরো কুরআন

হামদি বাহরাভি। মিসরের ডাকহলিয়া প্রদেশের শহিদ মুস্তাফা ভ্যাটিডি প্রাইমারি স্কুলের আরবি ক্যালিগ্রাফির শিক্ষক। ৫৫ বছর বয়সী এ শিক্ষক পূর্ণ ৩০ পারা কুরআন হাতে লেখা সম্পন্ন করেছেন।

পবিত্র কুরআন হাতে লেখা সম্পন্ন করতে তার সময় লেগেছে মাত্র ১৪০ দিন বা ৪ মাস ২০ দিন। আরবি ক্যালিগ্রাফির এ শিক্ষক তার নিরলস পরিশ্রমে কুরআনের পাণ্ডুলিপি হাতে লেখার মহৎ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।

পবিত্র কুরআনুল কারিম হাতে লেখা শুরু করার আগে তার নিকটাত্মীয়গণ তাকে এ কাজে হাত দিতে বারণ করেছিলেন। তিনি সবার বাধা অতিক্রম করে তার ক্যালিগ্রাফির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ মহতি কাজে সফলতা লাভ করেন। তিনি এ মহতি কাজের জন্য তার এলাকায় অনেক খ্যাতি লাভ করেছেন।

পবিত্র কুরআনের হাতে লেখা পাণ্ডুলিপিটি ৩০ সেন্টিমিটার প্রস্থ এবং ৪০ সেন্টিমিটার দৈর্ঘ্য। যা ৪১৫ পৃষ্ঠায় সম্পন্ন হয়েছে। এ পাণ্ডুলিপিটি তৈরির কাজে তার খরচ হয়েছে ১২৫ পাউন্ড।

ক্যালিগ্রাফার হামিদ বাহরাভি জানান, ‘তার এ কাজে পরিবারের সদস্যরা উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে। বর্তমানে হামদি বাহরাভি পবিত্র কুরআনের একটি বড় পাণ্ডুলিপি লেখা শুরু করেছেন। যা গত ৭ মােসে প্রায় ১২ পারা লেখা সম্পন্ন হয়েছে। এ পাণ্ডুলিপিটির লেখায় এখন পর্যন্ত তার ব্যয় হয়েছে ২৭০০ মিসরীয় পাউন্ড।

পাণ্ডুলিপিটির কাজ শেষ হলে তিনি তা পর্যবেক্ষণের জন্য মিসরের জামে আল-আজহারে নিয়ে যাবেন। পর্যবেক্ষণ শেষে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে হাদিয়ে হিসেবে জমা দেবেন।

হামদি বাহরাভির এ অসামান্য অবদান নিঃসন্দেহে অনেক মূল্যবান ও প্রশংসার দাবি রাখে। আল্লাহ তাকে এ কাজের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

Share