Saturday, 02 May, 2015 03:17:35 PM
চাঁদপুর টাইমস ডট কম:
১০ বছর বয়সেই পুলিশ কমিশনার হয়েছেন ভারতের এক বালক। ভারতের জয়পুরে এক দিনের জন্য সে কমিশনার হয়।
জানা গেছে, দশ বছর বয়সী পুলিশ কমিশনারের নাম গিরিশ শর্মা। দুরারোগ্য কিডনী রোগে আক্রান্ত।
গিরিশ শর্মার জীবন প্রদীপ ক্রমেই ঘনিয়ে আসছে। তাই দশ বছর বয়সী এ বালকের কাছ থেকে জানতে চাওয়া হয় তার শেষ ইচ্ছার কথা। জবাবে সে জানায় পুলিশ কমিশনার হওয়ার কথা। পরে স্থানীয় একটি সামাজিক প্রতিষ্ঠান গিরিশের ইচ্ছা পুরণের লক্ষে পুলিশের ঊধ্বর্তন কর্মকতাদের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে অনুরোধ জানান।
জয়পুরের পুলিশ কমিশনার জাঙা শ্রীনিবাস রাও জানান, সামাজিক ওই প্রতিষ্ঠানের অনুরোধের কারণেই গিরিশকে এক দিনের জন্য পুলিশ কমিশনারের চেয়ারে বসানো হয়। তাকে এ পদ সংশ্লিষ্ট সকল ব্যাচ পরানো এবং সে যখন কক্ষে প্রবেশ করেন তখন তাকে স্যালুটও দেওয়া হয়। সর্বশেষে পুলিশ সদ্যসরা তাকে গার্ড অব অনার দিয়ে একটি স্থানীয় পুলিশ স্টেশন পরিদর্শন করায়।
চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur