মাত্র ১০০ রুপি ও এক প্যাকেট বিরিয়ানির লোভে ৪২টি বাস পুড়িয়ে দিয়েছে ভারতের বেঙ্গালুরের বছর বাইশের এক তরুণী! সি ভাগ্য নামে ওই তরুণীকে গ্রেফতারও করেছে পুলিশ।
কাবেরী জলবন্টন ইস্যুতে হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত মোট ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজনই মহিলা রয়েছেন।
সি ভাগ্য বেঙ্গালুরের তামিলনাড়ুর কেপিএন ট্রাভেল কোম্পানির গ্যারেজে ঢুকে ৪২ বাসে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্যারেজের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে একদল বিক্ষোভকারী গ্যারেজ কর্মীদের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সেই দলে ছিলেন সি ভাগ্য।
সি ভাগ্যের মায়ের দাবি, তার মেয়ে দিন মজুরের কাজ করে। ১২ সেপ্টেম্বর কাজ থেকে বাড়ি ফেরার সময়ে বিক্ষোভে যোগ দিতে বলে বিক্ষোভকারীরা। এর জন্য তাকে ১০০ রুপি দেওয়ার ও এক প্যাকেট বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখানো হয়। সেই লোভেই সে বিক্ষোভে যোগ দেয়।
পুলিশের দাবি, ওই গ্যারেজে আগুন লাগানোর ঘটনার সময়ে আরও অনেক মহিলাই হাজির ছিলেন। কিন্তু তারা আগুন লাগাতে সাহায্য করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। তবে আপাতত ধরে নেওয়া হচ্ছে যারা ওই গ্যারেজে আগুন দিয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন সি ভাগ্য। মায়ের সঙ্গে বেঙ্গালুরের গিরিনগরে থাকেন ভাগ্য। ওই গ্যারেজটি তাদের বাড়ির কাছেই।