Home / চাঁদপুর / মাতৃভূমিকে রক্ষায় ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: সুজিত রায় নন্দী
মাতৃভূমিকে

মাতৃভূমিকে রক্ষায় ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ব্যক্তি মুজিবকে হত্যা করা হলেও আর্দশের মুজিবকে কেউ হত্যা করতে পারে নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে আমাদের ধারণ করতে হবে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। কোন ধরনের ষড়যন্ত্রকারীকে মাথা চাঁড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। মাতৃভূমিকে রক্ষায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। 

চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, মিলাদ, অসহায় এতিম দুস্থঃদের মাঝে খাবার ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা যোগতা ও সততার প্রতিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আলোকিত। এই আলোকিত বাংলাদেশের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনার্মানে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সন্তোষ দাস, ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অসহায় এতিম দুস্থঃদের মাঝে খাবার ও প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৫ আগস্ট ২০২৩