চাঁদপুরে নারী শিক্ষার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষালয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের দিবা শাখার শিফট ইনচার্জ শিরিন আক্তার, প্রভাতী শাখার শিফট ইনচার্জ নীহার কান্তি চৌধুরী এবং সিনিয়র শিক্ষক আবুল কাশেম মোহাম্মদ আসাদ উল্লাহ ও আসমা আক্তার।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। পরে সমবেত স্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। কয়েকটি ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষক ও অভিভাবকদের উৎসবমুখর কয়েকটি ইভেন্ট। যা আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপভোগ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শুধু যন্ত্রা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২১ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur