Home / চাঁদপুর / মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।

অতিথিদের আগমনিকেই ফুলের পাপড়ি ছিটিয়ে শিক্ষার্থীরা বরণ করে নেয়। পরে ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে দেয়া হয়।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ক্রীড়া ও বিদ্যালয়ে পতাকা উত্তোলন করার হয়। প্রাধান অতিথি পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন রয়েছে। কেননা খেলাধুলা হলো শিক্ষার একটি অপরীহার্য অংশ। এই বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। সেই সুনামকে অক্ষুন্ন রাখতে হবে তোমাদের। খেলাধুলা করলে শরীর ও মন প্রফুল থাকে। সেজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কুমিল¬া অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পে¬সক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মিহির লাল সাহা, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ রশিদ প্রমুখ।

শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা আহমেদ, গীতা পাঠ করেন অর্পিতা ঘোষ, শপথ পাঠ করান সাবলি।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন পাটওয়ারী ও আসমা আক্তার।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট