মতলব উত্তর

মতলবের মাঠ জুড়ে হলুদ চাদরে ঢাকা সরিষা ফুল

ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চাঁদপুরের মতলব উপজেলার ছেংগারচর পৌরসভাসহ উপজেলার ১৪ টি ইউনিয়নের মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সৌন্দর্য্য মন্ডিত সরিষা ফুল । গ্রামের দিগন্ত মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলের সমারোহে।

সরিষা ফুলের মুহ মুহ গন্ধ সকলকেই আকৃষ্ট করে । ভোরে আলোর আভা ফুটে উঠতে মধু আহরণে লাখ লাখ মৌমাছি ও প্রজাপতির আনাগোনা দেখা যায় ক্ষেতে ক্ষেতে।
রঙিন প্রজাপতি আর মৌমাছির মধু আহরণে সরিষা ফুলের পরাগায়ণ ঘটছে। সরিষা আবাদকারী কৃষকরা জানায়,এর ফলে সরিষার ফলন ভাল হবে, তারা বলেন মাত্র ১০ শতাংশ জমিতে সরিষা চাষ করলে ৬- ৭ জনের পরিবারের এক বছরের তেলের চাহিদা মিটে যায়।

উপজেলায় এবার সরিষার ফলন বেশ ভালো হবে বলে আশা করা যাচ্ছে । জমিতে বিঘায় চার মণ কোন কোন জমিতে পাঁচ মণ সরিষা পাওয়া যাবে। বাজারে সরিষার দাম ভালো পাওয়া গেলে কৃষকের লাভের অংকটা একটু বেশি হবে । এবার দাম ভালো পেলে আগামীতে এলাকার কৃষকেরা সরিষা চাষে আরো আগ্রহী হবে ।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সালাউদ্দিন চাঁদপুর টাইমসকে জানান, উপজেলায় এবার সরিষার ফলন বেশ ভালো হবে বলে আশা করা যাচ্ছে। বাজারে সরিষার দাম ভালো পাওয়া গেলে কৃষকের লাভের অঙ্কটা একটু বেশি হবে। তবে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকায় সরিষার চাষ অন্য বছরের তুলনায় সরিষা চাষ একটু কম হবে। কারণ, ১ জানুয়ারি সেচ প্রকল্প সেচের পানি জমিতে দেবে।

তিনি আরো বলেন, জমিতে বিঘায় চার মণ, কোনো কোনো জমিতে পাঁচ মণ সরিষা পাওয়া যাবে। এবার দাম ভালো পেলে আগামীতে কৃষকরা সরিষা চাষে আগ্রহী হবে। চাষিদের উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে আগ্রহী করতে বিভিন্ন মাঠে প্রদর্শনী মাঠ করা হয়েছে।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ

Share