আবারও খেলার মাঠে মর্মান্তিক মৃত্যু হল তরুণ এক ক্রিকেটারের। তবে বলের আঘাতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে পদ্মনাভ জুডকল্লু (২৫) নামে ভারতের কেরালার তরুণ এক ক্রিকেটারের মৃত্যু হয়।
এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার কেরালা রাজ্যের কাসরগড় এলাকায় একটি স্থানীয় টুর্নামেন্ট চলছিল। এসময় হৃদরোগে আক্রান্ত হন পদ্মনাভ। এতে মাঠেই মৃত্যু হয় তার।
মাঠে উপস্থিত বেশ কয়েকজন পুরো ঘটনাটি ভিডিও করেন। সেই ভিডিওতে দেখা যায়, আম্পায়ারের পাশে দাঁড়িয়ে আছেন পদ্মনাভ। ব্যাটসম্যান প্রস্তুত হতেই বল করার জন্য এগিয়ে যান পদ্মনাভ। কিন্তু মুহূর্তের মধ্যেই বসে পড়েন, তারপর মাঠেই লুটিয়ে পড়েন তিনি। এসময় মাঠে উপস্থিত অন্য ক্রিকেটাররা দৌড়ে আসেন।
পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পদ্মনাভকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে খেলার সময় মাথায় বলের আঘাত পেয়ে পরে হাসপাতালে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪ :২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭, রোববার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur