মতলব দক্ষিণ

মতলবে ভ্রাম্যমাণ যন্ত্রের মাধ্যমে মাটি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার কৃষি মন্ত্রনালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউটের ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে মাধ্যমে ৩দিনব্যাপী ফসলী জমির মাটি পরীক্ষার কার্যক্রম শনিবার(২৬ নভেম্বর) সম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে এ কার্যক্রমে নেতৃত্বদেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউটের কুমিল্লার আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন অর-রশিদ।

তিনি জানান, মতলব দক্ষিণ উপজেলার প্রায় ৫০টি এলাকার ৫০জন কৃষকের মাটি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোথাও কোথাও ফসলী জমির মাটির অম্লত্ব কম পাওয়া গেছে। এতে বুঝা যায় এলাকার মাটিতে অম্লত্ব কমে যাচ্ছে । সে জন্য এ এালাকার মাটিতে চুন প্রয়োগ করা প্রয়োজন। এ ভ্রম্যমাণ দলে কৃষি মন্ত্রনালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউটের ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের ৬জন কর্মকর্তা রয়েছেন।

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে কৃষি মন্ত্রনালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউটের ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের ১২টি গাড়ি মাধ্যমে এ কার্যক্রম পরিচলানা করছে।

।। আপডটে, বাংলাদশে সময় ৯ :৩৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৬, শনিবার
এইউ

About The Author

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
Share