সারাদেশ

মাটি কাটতে গিয়ে বেরিয়ে এলো নারীর গলিত লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়গোবিন্দপুর এলাকা থেকে মাটি কাটতে গিয়ে এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানায় কালিয়াকৈর থানার পুলিশ।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. নায়েবুল ইসলাম জানান, উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় সেদিন বিকেলে ক্ষেত কোপাতে গিয়ে মাটির নিচে চাপা দেওয়া এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে কালিয়াকৈর থানায় খবর দিলে খবর পেয়ে রাত ৯টার দিকে মাটি খুঁড়ে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের গলায় মাফলার পেঁচানো ছিল বলে জানান (এসআই) মো. নায়েবুল ইসলাম। শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মাটির নিচে চাপা দিয়ে রাখা হয় বলে ধারণা করা হয় বলে ধারণা করছেন তাঁরা।

আজ সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭, সোমবার
এএস

Share