কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামে দলীয় নেতা-কর্মীদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি সামগ্রী উপহার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার মাঝিগাছা জামালিয়া বাজারে দলীয় কার্যালয়ে মাঝিগাছা গ্রামের প্রবাসী বিএনপি সমর্থিত নেতাকর্মীদের নিয়ে গঠিত মাঝিগাছা প্রবাসী ফোরামের সার্বিক আয়োজনে ও অর্থায়নে শতাধিক নেতাকর্মীদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মজিবুর রহমান মিয়াজির সভাপতিত্বে ও বিতারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: সজিব মিয়াজীর পরিচালনায় ঈদ উপহার সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উত্তর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও কচুয়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী।
বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, মো: ইউসুফ খান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো : মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটওয়ারী,অর্থ সম্পাদক কাজী সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম মিয়াজী, বিতারা ইউনিয়ন পশ্চিম বিএনপির সভাপতি মো : হাবিবুর রহমান টিটু,সাধারণ সম্পাদক মো : জসিম উদ্দিন মাষ্টার, সহ-সাধারণ সম্পাদক মো : শাহজাহান খান, বিএনপি নেতা কামরুল ইসলাম মাষ্টার,স্হানীয় ওয়াড বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক মো: আরজু মিয়াজী, উপজেলা ছাত্রদলের সহ- সভাপতি মো: তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সরকার শাহরিয়া।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ওয়াজ যুবদলের সভাপতি আবুল কালাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক কাউছার তালুকদার, সদস্য ফারুক মোল্লা, ওয়াড ছাত্রদলের সভাপতি জুনায়েদ সিদ্দিকী, সাধারন সম্পাদক হাসিব সিকদার,যুগ্ম সাধারন সম্পাদক আবদুল্লাহ আল নোমান,সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো: মেজবা উদ্দিন প্রমুখ।
এসময় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও অর্থায়নে ছিলেন, মাঝিগাছা প্রবাসী ফোরামের নেতা কামরুজ্জামান মজুমদার, শাহজাহান চৌধুরী, আতিকুর রহমান মিন্টু,অলিউল্লাহ পাটোয়ারী , কাউসার হামিদ, সুমন প্রধান, সুমন সিকদার, সুমন মিয়াজী, রবিউল করিম রবি,সাইদ হোসেন, হুমায়ুন কবির রশিদ মিয়াজী,মোজাম্মেল বেপারী, নাসির উদ্দিন টিটু মিয়াজী,সবুজ সিকদার,ডালিম দর্জিসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, মাঝিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এলাকার অসহায় মানুষের কল্যানে বিভিন্ন সময়ে ইফতার, ঈদ সামগ্রী, গরীব অসহায়দের চিকিৎসা, বিয়েতে অর্থ সহায়তা প্রদানসহ নানানভাবে পাশে থেকে সহযোগিতা করে আসছেন।
প্র্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ মার্চ ২০২৫