‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দও রনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম ও আব্দুল মান্নান চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমী সুপার ভাইজার কে এম সোহেল রানা, কচুয়া সরকারি কলেজের সাবেক এজিএস ও ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি ইউসুফ মিয়াজী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র বনিক, বিতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মো: মনু মিয়া চৌধুরী, সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু, উপজেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, বিতারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর তুহিন, সজীব মিয়াজী, ছাত্রদল নেতা হিমু ঢালিসহ, বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সঙ্গে বিতরণ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ ফেব্রুয়ারি ২০২৫