চাঁদপুরের শাহরাস্তিতে মাছ শিকারের ছদ্মবেশ ধরে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এক হাতে মাছ ধরার টেঁটা, অন্য হাতে টর্চ লাইট, সাথে মাছ রাখার ব্যাগ। রাত ৩টায় মানিকের (৪০) জীবন সংগ্রামের এ চিত্র তার জীবনের বাস্তবতা নয়। পুলিশি তল্লাশীতে কোমর হতে বেরিয়ে এল ইয়াবা।
পুলিশ জানায়, মানিক একজন মাদক ব্যবসায়ী। ১৪ জুলাই বুধবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় থানার উপ-পরিদর্শক (এআই) মোঃ মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স পৌরসভার সেনগাঁও গ্রামে টহলে যায়। এসময় ওই গ্রামের কালু বেপারী বাড়ির মৃতঃ আঃ মজিদের পুত্র মানিক মিয়াজী বাড়ির মসজিদ সংলগ্ন পাকা রাস্তার পাশের জলাশয়ে মাছ শিকার করছিল। পুলিশের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভেতর রক্ষিত ১৭ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ব্যপারে থানার উপ-পরিদর্শক (এআই) মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান জানান, গ্রেফতার মানিক মাছ শিকারের আড়ালে মাদক বিক্রি করছিলেন। রাতে মুঠোফোনে যোগাযোগ করে মাদকসেবীরা তার কাছ হতে মাদক ক্রয় করত।
প্রতিবেদকঃ মো.জামাল হোসেন, ১৪ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur