ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে প্রবাসীর খামারে বিষ প্রয়োগে মাছ নিধন

চাঁদপুরের ফরিদগঞ্জফরিদগঞ্জে রাতের আধাঁরে মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধন

শিমুল হাছান: ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুরে প্রবাসীর ৫ একরের মৎস্য খামারে রাতের আধাঁরে বিষ প্রয়োগে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে।

৯ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের ঢালী বাড়ি ও বেপারী বাড়ির মাঝামাঝি স্থানে প্রবাসী হারুনের মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

মৎস্য খামারের তত্ত্বাবধায়ক শাহাদাত হোসেন বলেন, প্রতিরাতের ন্যায় গতকাল মঙ্গলবার রাত আড়াইটা পর্যন্ত পাহারায় ছিলাম। সকাল বেলায় শুনতে পাই খামারে মাছ ভাসছে।

সরেজমিনে এসে দেখি বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠেছে। দ্রুত ঝাল টেনে মরা মাছ উঠানোর উদ্যোগ নেই। কিছু মাছ স্থানীয় ভাবে বিক্রি করতে পারলেও বাকী সব মরা মাছগুলো মাটি চাঁপা দিতে হয়েছে।

খবর শুনে ইউপি চেয়ারম্যান মাও. শারাফতউল্ল্যা ও সাবেক ইউপি সদস্য মো. খোকনসহ এলাকাবাসী মৎস্য খামারে ভিড় জমাতে দেখা যায়।

এ বিষয়ে প্রবাসীর স্ত্রী বলেন, আমার স্বামী করোনার আগে দেশে এসে কোন উপায় অন্ত না পেয়ে মাছের প্রজেক্ট দিয়েছে। কিন্তু কে বা কারা শত্রুতা করে বিষ প্রয়োগ করে আমাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চেয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মো: বেলায়েত হোসেন জানান, সদ্য আমি এ অফিসে যোগদান করেছি। তবে এ বিষয় সম্পর্কে আমাকে কেহই অবগত করেনি।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়,শিমুল হাছান ৯ ডিসেম্বর ২০২০

Share