চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘মাছের মাথা খাবে ছেলেরা আর লেজ খাবে মেয়েরা। এ যুগে তা হয় না। তাদেরকে অভিভাবকরা সমান অধিকার দিতে হবে। আমাদের কন্যা সন্তানদের নিরাপত্তা দেয়া জরুরি। তারা যেনো নির্যাতিত না হয় সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে। আর মেয়েরা তাদের সামাজিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে।’
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা চাঁদপুর শিশু একাডেমিতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একডেমির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ‘মায়েরা গর্বিত কন্যা। সন্তান পিতা মাতার দায়িত্ব সবসময় পালন করতে চেষ্টা করে। আমাদের দেশে নারীরা উন্নয়নের ক্ষেত্রে সবসময় ভুমিকা পালন করে থাকে। বিশ্বে এক সময় নারীদের নানাভাবে অত্যাচার করা হত। তারা সামাজিক সকল কাজ থেকে বিরত থাকতো। তাদেরকে বিভিন্নভাবে হয়রানী করা হত। কিন্তু বর্তমান সময়ে নারীদের অধিকার সরকার গরুত্ব দিয়েছে। তাদেরকে সর্ব ক্ষেত্রে সম্মানের অধিকার দিয়েছে সরকার। এসময় সৌদি আরবে নারীরা ঘর থেকে বের হতে পারতনা। তাদেরকে নানা কুসংস্কার দিয়ে ঘরে বন্দি করে রাখা হত।’
তিনি আরো বলেন, ‘সামাজিকতা বলতে তারা কিছু জানতো না। কিন্তু বর্তমান যুগে তাদেরকে সর্বদিকে অধিকার দেয়া হয়েছে।এ দেশে বর্তমান সরকারের আমলে নারী সচিব, বিচারক, ৯ জন ডিসি, ২ জন এসপি জনগণের সেবায় নিয়োজিত রয়েছে। এদের মধ্যে চাঁদপুরের পুলিশ সুপার নারী। শিক্ষা ব্যবস্থায় মেয়েরা অনেক এগিয়ে রয়েছে।’
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিনের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তফা কমালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুুপার শামসুন্নাহার, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ, মতলব উত্তর উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নূর জাহান বকুল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, শিশু কন্যা, অভিবাবক মায়েরা।
আলোচনা সভার পূর্বে জাতীয় কন্যা দিবস উপলক্ষে মানব বন্ধনে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলসহ অতিথিবৃন্দ।