উত্তরের জনপদ পঞ্চগড়ে মাঘের শীতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। দিনভর কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত থাকছে ঘনকুয়াশা।
গত চারদিন ধরে ঠিকমতো সূর্যের মুখ দেখা যায়নি পঞ্চগড়ে।২৭ জানুয়ারি বুধবার দুপুরের পর সূর্যের আলো দেখা গেলেও তাপ ছড়ানোর আগে আবারও সূর্য ঢেকে যায়।
সপ্তাহজুড়ে পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮-১১ এর মধ্যে ওঠানামা করছে।
২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
টানা মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছেন স্থানীয়রা। কনকনে শীতে বেশি দুর্ভোগে পরেছেন রিকশা ও ভ্যানচালক, শ্রমিক, কৃষি শ্রমিকসহ খেটে-খাওয়া মানুষেরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
হিমালয় কন্যা বলে পরিচিত পঞ্চগড়ে দেশের অন্য যেকোনো এলাকার তুলনায় বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে। শীতকাল জুড়ে অধিকাংশ সময় সারাদেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বৃহস্পতিবারও পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ এর মধ্যে অবস্থান করা অবস্থাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৮ ডিগ্রি ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া ডেস্ক,২৮ জানুয়রি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur