ফরিদপুরের সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাছকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, সকালে মাগুরা থেকে ঢাকায় যাচ্ছিল মাইক্রোবাসটি।
পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাছকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।
নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বার্তা কক্ষ,২১ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur