চাঁদপুর পুরাণবাজারে জনসচেতনতায় ফায়ার সার্ভিসের মহড়া

অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে সারা দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে ঘনবসতিপূর্ণ এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৮ সেপেটম্বর মঙ্গলবার বিকালে চাঁদপুর শহরের পুরাণবাজার নতুন রাস্তা এলাকায় চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিজস্ব গাড়ি নিয়ে অগ্নিনির্বাপণের এই মহড়ায় অংশ নেন।

এসময় ফায়ার সার্ভিস কর্মিরা উপস্থিত এলাকাবাসিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে আগুন নেভাতে হয় সেই বিষেয়ে প্রশিক্ষণ দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা তাদের জনসেবামূলক কর্মকাণ্ডের অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায়, ভূমিকম্প,ও বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয় বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ সাহিদুল ইসলাম বলেন, একটি ছোট্ট দূর্ঘটনা আমাদের জীবনে ভয়াবহ ক্ষতি বয়ে আনতে পারে। আমরা একটু সচেতন হলেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। তাই অগ্নিনির্বাপণ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকটা জরুরি। তাহলে আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে পারবো।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনা রোধে বাংলাদেশ ফায়ারসার্ভিস কাজ করে যাচ্ছে। আমরা যে কোন মুহূর্তে জনগণকে সেবা দিতে প্রস্তুত রয়েছি। আপনাদের এলাকায় অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনায় সাথে সাথে আমাদের ফোন করবেন। ফোন করে অবশ্যই সঠিক ঠিকানা দিবেন। তাছাড়া ৯৯৯ এ ফোন করেও আপনারা ফায়ারসার্ভিসের সেবা নিতে পারেন। বিভিন্ন ধরনের দূর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে আমাদের এ মহড়া চলমান থাকবে।

এসময় চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: এমরান হোসেনসহ পুরাণবাজার ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত ছিলেন।

আশিক বিন রহিম,২৮ সেপ্টেম্বর ২০২১
এজি

Share