চাঁদপুর কচুয়া উপজেলায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক সংগ্রাম কমিটির আয়োজনে শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে শিক্ষক, কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে মতবিনিময় করা হয়েছে।
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ দাবী পূরণের লক্ষ্যে মতবিনিময় করেন।
কচুয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সংগ্রাম কমিটির সভাপতি, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বিএসসির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রতিবেদক : জসান আহমদ নান্নু, কচুা
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৫২ পিএম, ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur