চাঁদপুরে মহিলাদের জন্য পৃথক টিকা কেন্দ্র চালু

চাঁদপুরে ২৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা টীকা কেন্দ্রে পুরুষ ও মহিলাদের পাশাপাশি লম্বা লাইন,ঠাসাঠাসি,বিশৃঙ্খলা,স্বেচ্ছা সেবকের অপর্যাপ্ততার সংবাদসহ মহিলাদের জন্য পৃথক টিকা দান কেন্দ্র খোলার দাবি ওঠে।

আজ বুধবার ২৮ জুলাই সকাল ৯টা থেকে এর কার্য়ক্রম চালূ করা হয়েছে ।

ফলে হাসপাতাল কর্তৃপক্ষ গণটিকার দাবির প্রতি সম্মান দেখিয়ে লেডী প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের পৃথক টিকা কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক আজ বুধবার ২৮ জুলাই উক্ত বিদ্যালয়ে এ টীকা দান কার্যক্রম শুরু হয়।

করোনার সংক্রমণ এড়াতে দু’টি বুথে দুইটি লাইনের ব্যবস্থা করা হয়। মহিলারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাঁদের প্রত্যাশিত টীকা দিতে পারছে বলে দেখা যায় ।

সিসিয়র করেসপন্ডেন্ট , ২৮ জুলােই ২০২১
এজি

Share