চাঁদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুর সদর উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
পরে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ,প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, ‘ এদেশের সকল গৌরবময় অর্জনে নারীদের ভূমিকা ছিলো অনন্য। আমাদের ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ,সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম নারীরা বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। আর বাংলাদেশের সকল অর্জনই এসেছে নারীদের হাত ধরে।’
তিনি বলেন,‘ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল নারীর ক্ষতায়নের লক্ষ্যে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, যে বাংলায় নারী-পুরুষের সমান অধিকার থাবে, সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার পাবে। আজকে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বদরবারে অনন্য দৃষ্টান্ত রেখেছে। জননেত্রী শেখ হাসিনি মানবতার জন্য যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ব দরবারে এ দেশ ও জাতির জন্য অনেক সম্মানের।’
তিনি আরো বলেন,‘ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। দেশের অর্থনীতি ও অগ্রগতিকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকবো। রাশিয়া-ইউকে্রনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। এর মধ্যেও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে তার প্রভাব পরতে দেননি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা অনেক ভালো আছি। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন অগ্রগতিকে অব্যহত রাখতে হবে।’
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগমের সভাপতিত্বে ও পান্না বেগমের পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান ভুইয়া কালু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.ওয়াহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম নয়ন প্রমুখ।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগ,পৌর মহিলা আওয়ামী লীগ এবং সদর উপজেলা মহিলা আওমী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রী এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
আশিক বিন রহিম
২৭ ফেব্রুয়ারি ২০২৩
এজি