Home / চাঁদপুর / মহিলা আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে: শিক্ষামন্ত্রী
আওয়ামী লীগ

মহিলা আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করেছে চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগ।

২৭ ফেব্রুয়ারী রোববার সকালে চাঁদপুর আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি বক্তব্যে বলেন, মহিলা আওয়ামীলীগ আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে মহিলাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসূদা নূর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামীলীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক ও কাউন্সলর খালেদা খানম, হাজীগঞ্জ পৌর মহিলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসি আক্তার, বাগাদী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগ নেত্রী পারুল বেগম।

আলোচনাসভা শেষে মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি। পরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৭ ফেব্রুযারি ২০২২