Home / উপজেলা সংবাদ / মহিবুল্লাহ বীর বিক্রম শাহাদাতবার্ষিকী পালিত
বিক্রম

মহিবুল্লাহ বীর বিক্রম শাহাদাতবার্ষিকী পালিত

চাঁদপুরের কচুয়ায় শহীদ মহিবুল্লাহ বীর বিক্রম এর ৫৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মরহুমের স্মরণ সভা দোয়া-কোরআনখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব দেওয়ান সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ডা. তাসাদ্দেক হোসেন মোহনের পরিচালনায় বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন, আনোয়ার সিকদার, সাংবাদিক জিসান আহমেদ নান্নু প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগনসহ তাদেও পরিবারের সদস্যগস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, চাঁদপুরের কচুয়ার সাহেদাপুর গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিবুল্লাহ বীর বিক্রম ১৯৭১ সালের এই দিনে খুলনায় নৌ ঘাটিতে বিমান বিদ্ধস্তকারী কামানের গোলাবর্ষণে নিহত হন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
১০ ডিসেম্বর ২০২৫