Home / চাঁদপুর / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদপুরের ঘরমুখী মানুষের ভোগান্তি
মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদপুরের ঘরমুখী মানুষের ভোগান্তি

ঈদুল ফিতর সামনে রেখে কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যানবাহনের তীব্র চাপ দেখা দিয়েছে।
১২ মে বুধবার সকাল থেকে দাউদকান্দির পেন্নাই এলাকায় যানবাহনের চাপ লক্ষ করা গেছে। এতে ঘরমুখী মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সকাল নয়টায় দাউদকান্দির পেন্নাই এলাকায় যানজটে আটকা পড়েন শরীয়তপুরের বাসিন্দা ফারুক আলম ও লুৎফর রহমান। তাঁরা জানান, পিকআপে করে তাঁরা ঢাকা থেকে রওনা হয়েছেন। ভাড়া অত্যধিক বেশি। পথে পথে যানবাহনের চাপ ও যানজটে ভোগান্তি চরমে পৌঁছেছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মনিগাঁও গ্রামের বাসিন্দা বিউটি আক্তার ও মুন্নী আক্তার। তাঁরা বলেন, ঈদে এক সপ্তাহের ছুটি পেয়ে পিকআপ ভ্যানে করে বাড়ি রওনা দিয়েছেন। দাউদকান্দি এসে পিকআপ থেকে নামতে গিয়ে তাঁরা পায়ে ব্যথা পেয়েছেন।

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর গ্রামের গৃহবধূ সাহারা বেগম। তিনি সকাল সাড়ে নয়টায় পিকআপ ভ্যানে করে ঢাকা থেকে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে এসে পৌঁছান। সাহারা বেগম বলেন, মাদ্রাসাপড়ুয়া ছেলেকে ঢাকা থেকে আনতে যান তিনি। ফেরার পথে বাস না পেয়ে বাধ্য হয়ে পিকআপ ভ্যানেই রওনা হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলেন জানান দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল্লাহ।

স্টাফ করেসপন্ডেট