চাঁদপুর-লক্ষীপুর মহাসড়কের ফরিদগঞ্জের ধানুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী সোহেল মিজি (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে রাস্তার পাশে বাসটি উল্টে যায়।
১১ আগস্ট বুধবার বেলা ১১টা ৩০মিনিটের দিকে ধানুয়া দাস বাড়ি সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে সিএনজি ও ট্রাক আসার সময় দাশবাড়ির সংলগ্ন এলাকায় আসার পর পিছনে থাকা ট্রাক সিএনজিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী আনন্দ বাসের সাথে সংঘর্ষ হয় এবং বাসটি রাস্তার একপাশে উল্টে পড়ে যায়, সংঘর্ষের সময় পাশে থাকা সাইকেল আরোহী সোহেল মিজি বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থল থেকে সাথে সাথেই ঘাতক ট্রাক পালিয়ে যান।
আহত সোহেল মিজিকে দুর্ঘটনার স্থল থেকে স্থানীরা উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থার অবনতি দেখে রোগীকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। এম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময় পথেই মৃত্যু হয় তার।
জানা যায়,মৃত সোহেল মিজি উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের আরফান আলী মিজি বাড়ির মরহুম আবদুল কাদের মিজির বড় ছেলে।
এ ব্যাপারে মৃত সোহেলের চাচাতো ভাই আনিস মিজি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান মুদি দোকানদার সোহেল মিজি অন্যান্য সময়ের মত আজও ফরিদগঞ্জ বাজার থেকে তার দোকানের জন্য মালামাল ক্রয় করে সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটানার শিকার হন। চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে না রাখায় ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া পথে মৃত্যু হয় তার।
বাসে থাকা এক যাত্রী জানান, বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে রাস্তার পাশে বাসটি উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় একে একে যাত্রীদের উদ্ধার করা হয়, বাসে থাকা যাত্রীদের মধ্যে কেউ কেউ কিছুটা আঘাত পেলেও গুরুতর আহত হন নি কেউই। দুর্ঘটনার পর বাসের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যান৷
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আব্দুর কুদ্দুসের নেতৃত্বাধীন পুলিশের ৫ সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধারে ব্যবস্থা নিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১১ আগস্ট ২০২১