Home / জাতীয় / রাজনীতি / ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশ
jamat islam

৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশ

৩ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের নায়েবে আমিরগণ,সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

বৈঠকে দেশে বিরাজমান পরিস্থিতি ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে নির্বাহী পরিষদের এ বৈঠকে বিশদ আলোচনা করা হয়।

দেশ ও জাতির কল্যাণ,ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামি দিনের বাংলাদেশকে শান্তি এবং কল্যাণরাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এ লক্ষ্যে আগামি ৩ জানুয়ারি শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। (বাসস)

২৮ ডিসেম্বর, ২০২৫
এ জি

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.